সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নিজের বলার মতো একটি গল্প প্রশিক্ষণের ২০০০ দিন

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পূর্বাহ্ন
নিজের বলার মতো একটি গল্প প্রশিক্ষণের ২০০০ দিন

মৌলভীবাজারে নিজে বালার মতো একটি গল্প ফাউন্ডেশন এর অনলাইন প্রশিক্ষণের ২০০০তম দিন উদযাপন করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুর ২ টায় পৌরসভা মিলনায়তনে ওয়াসিম আহমেদ নিশান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র মো: ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হোসেন মোহসিন, বিআইএস এর সভাপতি এম. মুহিবুর রহমান মুহিব, ইউএসডিপি জেলা সমন্বয়ক মো: নিয়াজ মোর্শেদ।

এছাড়াও ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা টিমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মোঃ ফজলুর রহমান বলেন, আমাদের তরুণ সমাজ ফেইসবুকে আসক্ত না হয়ে চাকরির মতো সোনার হরিণের পিছনে না দৌড়ে, অনলাইনে কিভাবে কিভাবে কাজ করা যায় সেই বিষয়ে চিন্তা করা উচিত। শুধু দোকান দিতে হবে আর চাকরি করতে হবে, না এর বাইরে ও অনেক প্লাটফর্ম আছে আমাদেরকে অনলাইন প্লাটফর্মে উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্ত সৃষ্টি করতে হবে। মৌলভীবাজার পৌরসভা উদ্যোক্তার সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তার সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হোসেন মোহসিন বলেন, আমাদের সমাজে একটি প্রথা আছে যে, পড়াশোনা করতে হয় চাকরির জন্য। আসলে পড়াশোনা চাকরির উদ্দেশ্যে করতে হয় এমনটি নয়, পড়াশোনা করতে হয় নিজেকে জানার জন্য নিজেকে বিকশিত করার জন্য। আমার কাছে মনে হয় নিজে একজন চাকরিজীবীর চেয়ে উদ্যোক্ত হওয়াটা অনেক বড় বিষয়। একজন মানুষ অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে উদ্যোক্তা হয়ে আরও দুই একজনকে স্বাবলম্বী করে তোলে,সবচেয়ে বড় পাওয়া আর কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে যদি শক্ত করতে চাই, তার যে ভিশন সেটা যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে উদ্যোক্তার বাইরে আমাদের আর কোন বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে পথশিশুদের খাবার বিতরণ করা হয়।


আরও পড়ুন