কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সাধারণ মানুষকে একসময় সিলেট যেতে নানা জটিলতায় পড়তে হতো। প্রথমে লোকাল সিএনজি কিংবা অন্য কোনো পরিবহনে করে যেতে হতো পার্শ্ববর্তী ভাটেরা ইউনিয়নে। সেখান থেকে সিলেটগামী বাসে চেপে যেতে হতে বিভাগীয় শহরে। এতে নানা বিড়ম্বনায় পড়তে হতো এলাকাবাসীকে। আবার কখনো সিলেট থেকে আসার পথে ভাটেরা নেমে সিএনজি চেপে বরমচাল আসতেও সিএনজি ড্রাইভারদের হয়রানির শিকার হতে হতো অনেককে। তবে এসব প্রতিকূলতা কাটাতে এবার চালু হলো বরমচাল থেকে সিলেটগামী নতুন বাস সার্ভিস।
শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বরমচাল ফুলেরতল বাজার থেকে একটি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে এ রুটের চলাচল উদ্বোধন হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুকশিমঈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আহমদ খাঁন সুইট, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ফারুক ঊদ্দীন সুন্দর।
এছাড়াও উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান, সাবেক ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মোক্তার, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী তরিকসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
বরমচাল থেকে সরাসরি সিলেটের এই নতুন বাস সার্ভিসে আনন্দ বিরাজ করছে এলাকাজুড়ে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেেদর উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয়রা, কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট সকলের প্রতি।