সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

‘তোমায় আমি কোনদিন ভালোবাসি নি’

আব্দুল্লাহ আল হাসান
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৩৩ পূর্বাহ্ন
'তোমায় আমি কোনদিন ভালোবাসি নি'

তোমায় আমি কোনদিন ভালবাসি নি

-আব্দুল্লাহ আল হাসান

আমি কোন দিন কাঁদিনি
আমি তোমার জন্য হাসি নি
আমি তোমার জন্য কোন রাত জাগি নি
তোমার কথা অনেক দিন মনে করি নি

তুমি যেখানে ছিলে সেখানে থাকো।
যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও
ফিরার পথে এক ব্যাগ কদম ফুল নিয়ে যাও
আর ফিরো না, আর ফিরো না, আর ফিরো না

আর ঐ থরে থরে সাজানো গোলাপ, রজনীগন্ধা, গাদার পাত্রে চেয়েও দেখবো না,
আর তোমাকে দেখার জন্য মিথ্যে বাহানা করবো না।
আর তোমার রাগকে ভয় পাবো না।
আর তোমার সান্যিধ্যের আশায় মিথ্যে গল্প বানাবো না।
আর তোমার দিকে আড় চোখে তাকাবো না।
আর কোন দিন তোমার এক পাশে রাখা চুলের প্রেমে পড়বো না।
আর তোমার বাড়ির দিকে তাকাবো না।
আর তোমার অপেক্ষায় থাকবো না।
আর তোমার কানের ভারী ঝূমকোর দোলনি কল্পনা করবো না।
আর তোমার শাড়ি পড়া ছবির অপেক্ষায় থাকবো না।
আমি আর কারো গানে তোমাকে কল্পনা করবো না।

তোমার অপেক্ষায় আমি আর থাকি নি।
তোমায় আমি কোনদিন ভালোবাসি নি।
তোমায় আমি কোনদিন ভালোবাসি নি।
তোমায় আমি কোনদিন ভালোবাসি নি।


আরও পড়ুন