সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নন-গিয়ার সাইকেল দিয়ে ১৫০তম সেঞ্চুরি রাইড সম্পন্ন

মান্না দাস
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০১ পূর্বাহ্ন
নন-গিয়ার সাইকেল দিয়ে ১৫০তম সেঞ্চুরি রাইড সম্পন্ন

সাইকেল রাইডের কথা আমরা কমবেশি সকলেই জানি। সাইকেল রাইড নিয়ে নানান প্রতিযোগীতার কথাও।তবে একদম নন-গিয়ার বাইসাইকেল দিয়ে ১৫০তম সেঞ্চুরি রাইড সম্পন্ন করলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কামালপুর গ্রামের সুপ্রিয় পাল।

২০২১ সালের ১৩ই মার্চ বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে গিয়ে প্রথম ১০০ কিলোমিটার বাইসাইকেল রাইড সম্পন্ন করেন তিনি। এরপরে আর থেমে থাকেনি তার বাইসাইকেলের প্যাডেল। ২০২২ সালের ১২আগষ্ট সে তার ১০০তম সেঞ্চুরি রাইড সম্পূর্ণ করে।এবং ২০২৩ সালের ৯ জুন সে তার ১৫০তম সেঞ্চুরি রাইডটি সম্পন্ন করেন।

সুপ্রিয় বলেন, এই রাইড আমার স্বপ্ন ছিলো। ১৫০তম রাইড সম্পন্ন করে আমি অনেক খুশি। গরমের মধ্যে আমি ১৫০তম রাইডটি সম্পন্ন করি। আমি রাইড করে অনেক দূরে যেতে চাই। অর্থনৈতিক অসংগতির কারনে, ভালো সাইকেলের অভাবে বর্তমানে আমি বড় রাইডে অংশ গ্রহন করতে পারি না। কারন আমার যে সাইকেল তা দিয়ে সেঞ্চুরি রাইড, ১৫০তম রাইড একধরনের অসম্ভব ছিলো। সকলের নিকট আমি আশির্বাদ প্রার্থী। আমাকে সবাই আশির্বাদ করবেন যেনো আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারি।


আরও পড়ুন