মৌলভীবাজারের রাজনগরে তৃণমূলের কর্মীদের সাথে আলোচনা সভা করেছেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।
শুক্রবার (৯ জুন) বিকালে মুন্সিবাজারে উপজেলা ছাত্রদল নেতা আদরিয়ান রশিদ সাহানের বাড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিবাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বরকতুজ্জামান বরকত, মৌলভীবাজার জেলা ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসীম তালুকদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদ আল জামাল।
আরোও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মামুনুর রশীদ পাবলু, মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মীরা।
এসময় নেতৃবৃন্দরা তৃণমূলের কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন।