মৌলভীবাজারের রাজনগরে মরহুম আব্দুল কাদির (লন্ডনি) স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২১/২৩ এর মেগা ফাইনাল ও পুরষ্কার বিতরনী সম্পন্ন হয়েছে। সানমুন স্পোর্টিং ক্লাব মেলাগরকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন মুন্সিবাজার ফুটবল একাডেমি।
শনিবার(৩ জুন) বিকালে ইয়্যাংম্যান ফুল বাই হোয়াটসাপ গ্রুপের আয়োজনে মেদিনিমহল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান মো. রাহেল হোসেন, কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজমুল হক সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ফাইনালে প্রথমার্ধের প্রায় পুরোটাই মুন্সিবাজারের পায়ে বল ছিল। কয়েকবার আক্রমণ করলেও প্রতিপক্ষ দল সানমুন স্পোর্টিং ক্লাবের গোলকিপারের কাছে বল ধরা দেয়। প্রথমার্ধের শেষে গোলের দেখা পায়নি কোনো দলই।
পরে দ্বিতীয়ার্ধে সানমুন স্পোর্টিং ক্লাব আক্রমণাত্বক হয়ে ওঠে। কঠিন লড়াইয়ে উভয় দলই আক্রমণ পালটা আক্রমণ করে৷ কিন্তু নির্ধারিত সময়ে কেউই গোলের দেখা পান নি। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে মুন্সিবাজার ফুটবল একাডেমির গোলকিপার সাইফুল ইসলামের দুর্দান্ত পারফরম্যান্সের ১-০ তে জয় নিশ্চিত করে নেয় মুন্সিবাজার। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কারটাও তিনিই গ্রহণ করেন।
ফলাফল, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজার ফুটবল একাডেমি দল ১-০ গোলে কামারচাক ইউনিয়নের সানমুন স্পোর্টিং ক্লাব মেলাগর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মোটরসাইকেল ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ফ্রিজ।
ম্যাচ শেষে বিজয়ী দল মুন্সিবাজার ফুটবল একাডেমির অধিনায়ক মো. তরাজের হাতে মোটরসাইকেলের চাবী ও কাগজপত্র হস্তান্তর করেন অতিথিবৃন্দরা।
ডেস্ক/কামরান