‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে মৌলভীবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামেন থেকে একটি র্যালী বের হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, সির্ভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন।
এসময় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।