সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাজনগরে রিক্সা চালকের গলা কাটা লা শ উদ্ধার

মাছুম বকস মাহি, রাজনগর
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সাহাব উদ্দিন (৩৫) নাম এক রিক্সা চালকর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুর ৩ টায় উপজেলার হাজীনগর চা বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাহাব উদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া চা বাগান এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়। তিনি বলেন, শনিবার দুপুরে হাজীনগর চা বাগান এলাকায় সাহাব উদ্দিনর লাশ পড়ে থাকত দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি জানান, শুক্রবার রাতে কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মণবাজার থেকে সাহাব উদ্দিনকে ছিনতাই করে ছিনতাইকারীরা হাজীনগর চা বাগান এনে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কামরান/মাহি


আরও পড়ুন