সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জমান চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্যের নর্থাম্পটনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রোববার ২১ মে রাত ১১টায় শহরের আরমিন্টাস রেস্টুরেন্ট আনোয়ারুজ্জমান চৌধুরী ক্যাম্পেইন কমিটি নর্থাম্পটন আয়োজনে সভা অনুষ্টিত হয়েছে।
নর্থাম্পটন আওয়ামী লীগের সভাপতি এম আবদুর রুপ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনে ও আনোয়ার আলী সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রধান বক্তা উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, কমেন্টি আওয়ামী লীগের সভাপতি মখদছ আলী, কমেন্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, কমিউনিটি নেতা ড. নাজ ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক টিপু রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রুপা মিয়া, কমিউনিটি নেতা জুয়েল আহমদ, যুগ্ন সম্পাদক লন্ডন মহনগর যুবলীগ এনামুল হক এনাম।
এসময় বক্তব্য রাখেন, যুগ সম্পাদক লন্ডন যুবলীগ এনাম হোসেন, সহ-সভপতি যুক্তরাজ্য ছাত্রলীগ শপন সিকদার, যুক্তরাজ্য ছাত্রলীগ সদস্য আদনান রহমান, যুক্তরাজ্য ছাত্রলীগ সদস্য নিজাম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন, শেফিল্ড আওয়ামীলীগ নেতা নাজমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সুয়েব আহমদ, এনবিএ সভাপতি আকিক মিয়া, বারমিংহাম আওয়ামীলীগের নেতা মুস্তাক আহমদ প্রমূখ।
প্রধান অতিথি বলেন, আমরা কেন আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দিতে চাই। আমরা এখানে বলাম আর আনোয়ারুজ্জামান চৌধুরী বদলে দিলেন তাতো হবে না। আমরা বিশ্বাস করি প্রত্যাশা করি আমরা আনোয়ারুজ্জামান চৌধুরীকে জয় যুক্ত করতে পারি । তাহলে সাবকে বদর উদ্দিন আহমেদ কামরান যা করতে পারেন নাই, বর্তমান মেয়র আরিফুল হক যা করতে পারেন নাই আনোয়ারুজ্জামান চৌধুরীকে তা করতে পারবেন। কারণ আনোয়ারুজ্জামান চৌধুরী রক্ত সতেজ নতুন প্রজন্মের নেতা হবেন তিনি। আনোয়ারুজ্জামান চৌধুরী যদি অর্থ মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান মন্ত্রনালয়ের তহবিলে অর্থ চান তাহলে আরিফ সাহেব, কামরান ভাই তেকে দ্বিগুন অর্থ পাবেন।
কামরান/শাওন