মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রাম থেকে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ মে সোমবার পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামের ছালিক মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ১। বদরুল মিয়া(৫০), পিতা- জগলু মিয়া, গ্রাম রক্তা ২। অলিউর রহমান(২২), পিতা- বুনাই মিয়া,(৩২)গ্রাম রক্তা, ৩। সাজাদ মিয়া(৩৬), পিতা- মুক্তার আলী, গ্রাম খালদার ৪।মোফাজ্জল হোসেন ইয়ামিন(২৬), পিতা-মনিজিল মিয়া,গ্রাম খালদার, ৫। শাহ আলম(৩০), পিতা- মৃত মজনু মিয়া,গ্রাম আমিরপুর ৬। রিপন মিয়া(৪০), পিতা- মৃত ছকির উদ্দিন,গ্রাম আমিরপুর ৭। আফাং মিয়া(২৮), পিতা- ফরাজ মিয়া,গ্রাম আমিরপুর ৮। এমন মিয়া(৩২), পিতা- কেনান মিয়া,গ্রাম আমিরপুর ৯। আছিদ মিয়া(৩৮), পিতা- মুক্তার আলী,গ্রাম আমিরপুর, ১০। বিলাল মিয়া(৫০), পিতা- মৃত ইউসুফ মিয়া,গ্রাম জালালপুর, ১১। দুলাল মিয়া(৩৪), পিতা-উকিল আলী,গ্রাম পেটুগাঁও, ১২। আবাছ মিয়া(৩২), পিতা- মৃত বাদশা মিয়া,গ্রাম সারমপুর, সর্বথানা-রাজনগর। এসম ০১ জন আসামী দৌড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আটককৃত আসামীদের হেফাজত হতে জুয়া খেলায় ব্যবহৃত ১৫৬ টি তাস এবং নগদ ২,৯১০টাকা জব্দ করা হয়েছে। রাজনগরে জুয়া ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
কামরান/মাহি