ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতাল কুলাউড়া’র পরিচালনায় রাজনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২২মে) মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার মুন্সিবাজার বণিক সমিতির কার্যালয়ে ক্যাম্পটি করা হয়।
উক্ত ক্যাম্পে বিনামূল্যে প্রশিক্ষিত চক্ষু ডাক্তার এর মাধ্যমে চক্ষু পরীক্ষা চোখের পাওয়ার নির্ণয় ও চিকিৎসা প্রদান, বিনামূল্যে ছানি অপারেশন করে বিদেশী লেন্স সংযোজন করা, সাথে রোগীর থাকা-খাওয়া, পরীক্ষা, যাতায়াত, চশমা ফ্রী, নির্ধারিত মূল্যে ঔষধ চশমা ক্রয় করা, চশমার প্রেস্ক্রিপশন বিনামূল্যে প্রদান করা, চোখের প্রেসার ও নেত্রনালীর পরীক্ষা বিনামূল্যে করা, নেত্রনালী ও মাংস বৃদ্ধির অপারেশন স্বল্পমূল্যে করার ব্যবস্থা, ক্যাম্পের দিন ভর্তি রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া সুবিধা সমূহ ছিলো।
উক্ত ক্যাম্পে প্রায় দেড় শতাধিক মানুষ চোখের ছানি পরীক্ষা করার জন্য আসেন। তারমধ্যে ২০ জনকে নিয়ে যাওয়া হয় ছানি অপারেশনের জন্য।
কামরান/মান্না