বন্ধু হলো অলিখিত
সম্পর্কের এক নাম,
বন্ধু হলো থাকবো পাশে
এই কথা দিলাম।
বন্ধু মানে তোকে ছাড়া
একা হবো আমি,
বন্ধু মানে আমার কাছে
তুই যে ভীষণ দামি।
বন্ধু হলো সারাজীবন
থাকবি শুধু তুই,
যে পরিস্থিতি যায় বা আসুক
তুই ভুলিস না কিছুই।
বলতে যাকে ভাবতে না হয়
ভাববে কি যে সে,
বলবো আমার যা ইচ্ছে তাই
ভাবার কে তুই রে?
বন্ধু মানে কয় অক্ষরের শব্দ শুধু নয়,
বন্ধু মানে আমার আশ্রয়
চিরদিন সে সাথে রয়।
বন্ধু মানে কথা দিলাম
থাকবো পাশে তোর,
তুইও আমার বন্ধু হয়ে
থাকিস জীবনভর।
অর্নব ধর
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
মৌলভীবাজার সরকারি কলেজ