বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আমার মা সর্বশ্রেষ্ঠ মা

এইচ এম শাহীন আহমেদ
প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ
আমার মা সর্বশ্রেষ্ঠ মা

পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও বিশ্ব মা দিবস। সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক নেয়ামত দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে মা।

জন্মের পর প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার স্বর্গ তুমি মা।
মা মাগো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হবো বলে।
দুনিয়ার সবকিছুই বদলাতে পারে, কিন্তুু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়…!!!
মায়ের ভালোবাসা যে কোনও তাজা ফুলের চেয়ে সুন্দর।
মা, এমনই এক মানুষ যাকে ছাড়া একদম চলে না।

জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশে থাকা চাই। জন্মদাত্রী মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা চিরদিনের। সন্তান ও মায়ের বন্ধন আমৃত্যু, শ্বাশত।

আল্লাহ তাঁর পবিত্র কুরআনে বলেছেন “আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু-বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।” (আল কুরআন)!

ভালোবাসো তাকে! যার কারনে পৃথিবী দেখেছো। ভালোবাসো তাকে। যে তোমাকে ১০ মাস ১০দিন গর্ভে রেখেছে। ভালোবাসো তাকে যার পা এর নিচে তোমার স্বর্গ আছে। তিনি হলেন মা।

পৃথিবীর সব চেয়ে সুখ কি জান? মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জান? মা-বাবার চোখের জল. সব চেয়ে অমূল্য রতন কি জান? মা-বাবার ভালোবাসা।  মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা।

আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। একজন মা আমার প্রথম বন্ধু, আমার সেরা বন্ধু, আমার চিরকালের বন্ধু।

একজন মায়ের ভালোবাসাই সবকিছু। এটিই একটি শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসে। যখন একজন মা তার সন্তানকে বিপদে দেখেন, তিনি আক্ষরিক অর্থেই যে কোনও কিছু করতে সক্ষম হন। একজন মায়ের ভালোবাসা মানুষের জানা সবচেয়ে শক্তিশালী শক্তি।

পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে। কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খোঁজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে, আর তিনি হলেন মা।”

জীবনে এমন কোনো ভূমিকা নেই যা মাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ। দুনিয়ায় কেউই আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না। শুধু একজন মানুষ বাদে, আর সে হলো আপনার মা। একজন মা এবং তার সন্তানের মধ্যে বন্ধন, পৃথিবীর একমাত্র প্রকৃত এবং বিশুদ্ধতম বন্ধন। মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা। আমার জীবনে তুমি সেই সূর্য যেটা কখনো ম্লান হয় না এবং সেই চাঁদ যে কখনো হারিয়ে যায় না।

যেখানে সমস্ত ভালোবাসার শুরু এবং শেষ। মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা- ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ।

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
— নেপোলিয়ন বোনাপার্ট

 

লেখক:
এইচ এম শাহীন আহমেদ
ফ্রিল্যান্সার


আরও পড়ুন