বৃহস্পতিবার | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পৃথিবীর সেরা মানুষ আমার মা

মোহাম্মদ মুবিন খান / ৩৪ শেয়ার
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০৫ অপরাহ্ন
পৃথিবীর সেরা মানুষ আমার মা

জীবন সংগ্রামে তিনি একজন বীর। যিনি অস্ত্র ছাড়াই যুদ্ধ করেছেন প্রতিটা মুহূর্ত। হয়তো পৃথিবীর সকল মা-ই এমন। সন্তানদের জন্য যেকোন যুদ্ধের ময়দানে ওরা নেমে যেতে রাজি।

সন্তানের সফলতার মাঝেই মায়ের সকল হাসি আনন্দ। সমাজের সৎ ও সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই যেন মায়ের সারা জীবনের পরিশ্রম।

মানুষ তোমার সাথে ভুল করতে থাকুক। তুমি তার প্রতি সদয় হও। ক্ষমা করতে শিখো। ভালোবাসতে শিখো। কেউ মন্দ কথা বললে তার জবাব না দিয়ে এড়িয়ে চলার চেষ্টা করো। অল্প আয় করো সমস্যা নেই, কিন্তু সৎ পথে থাকো।

এগুলো আমার প্রতি আমার মায়ের নিত্যদিনের কথা। পৃথিবীর সব মায়ের মন এরকমই। অত্যন্ত সফট। খুব ইমোশনাল। প্রত্যেক নারী মা হওয়ার পর বদলে যায়। জীবনের অনেক গল্পকেও পিছনে ফেলে দেয়। এমনও দিন আসে শত কষ্ট আর দুঃখের মাঝে সন্তানের দিকে তাকিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। পৃথিবীতে সবচাইতে কোমল মনের অধিকারীরাই হলেন মায়েরা। একটা মেয়ে তখনই জীবন কি অনুভব করতে পারে যখন সে মা হয়।

মায়েরা সবসময় সবার সব কথা বিশ্বাস করে নেয়। সন্তানের উপর কেউ কোন বিপদের কথা বলে ফেললে মা পেরেশান হয়ে যায়। একটু বিপদ হলে জায়নামাজে বসে যায়। জীবনের সবকিছু উজাড় করে দিয়েও চায় আমার সন্তান সুখে থাকুক।

সন্তানের যেকোন বিপদে মায়ের কান্নার স্থানটা হয়ে যায় জায়নামাজ।

এইতো ক’দিন আগের কথা। পুরো স্পেন জুড়ে মৃত্যুর মিছিল। সবকিছু আম্মুকে বলতাম না। তারপরও একটা রাত ঘুমান নি। আল্লাহর দরবারে আকুতি মিনতি থাকতো আমাদের জন্য। ছাড়িদিকে লাশের ভীড়ের মাঝে আম্মুর একটা ফোনকল সবকিছু ভুলিয়ে দিতো। কি একটা শান্তির সুর। আসলেই পৃথিবীর সবচেয়ে সুখি সেই ব্যক্তি যে এখনো ঘরে গিয়ে তার মায়ের হাসিমাখা মুখটা দেখতে পায়।

অবশ্য প্রবাসীদের জন্য মায়ের স্থান বুকের গভীরের চাইতে অনেক ভিতরে। দিন শেষে মায়ের মিষ্টি হাসিটা দেখার জন্য কতো হৃদয় ছটফট করে তার কোন হিসেব নেই।

১৯ বছর পর জীবনের এই প্রথম আম্মু ছাড়া এতোদিন থাকা। প্রত্যেকটা মুহুর্ত যেমন একটা শূন্যতার অনুভূতি। রাব্বুল আ’লামীন পৃথিবীর সব সুখ বুঝি এই একটা মানুষের উপর রেখে দিয়েছেন।

পৃথিবীর এই রঙ্গমঞ্চে প্রত্যেকটা মুখোশের আড়ালে আমার দেখা সেরা মানুষ আমার মা। এতো ধৈর্যবান মানুষ আমি কোথাও দেখিনি।

ভালো থাকুক পৃথিবীর সকল মা। বেঁচে থাকুক সবার মাঝে। সবার জান্নাত হয়ে।

 

লেখক:
মোহাম্মদ মুবিন খান
নির্বাহী সম্পাদক
দ্যা মৌলভীবাজার টুডে


আরও পড়ুন