পৃথিবীতে মা এর তুলনা হয় না। মা এমন একজন যিনি সন্তান এর দিকে চেয়ে বলতে পারেন সন্তান কেমন আছে, যেটা মা ছাড়া আর কেউ বলতে পারেন না। আমাদের কাছে আমাদের মা সব চেয়ে বেশি ভালোবাসার। কারণ মা ছাড়া অন্য কেউই আমাদের পাশে থাকে না।
সন্তান এর শরীর খারাপ হলে মা তাকে রেখে কোথা যাননা । সবার কাছে সবার মা-ই সেরা। আমার কাছে আমার জীবনের চেয়ে আমার মায়ের প্রতি ভালোবাসা টা বেশি। মা ছাড়া দুনিয়া টা সুন্দর হয় না। মা বেচেঁ থাকতে মা কে ভালোবাসতে শিখো ।
মা তুমি আমার সেই ধন যাঁকে আমি হারাতে চাই না। মা আমার রক্ত বেঁচে দিয়ে ও তোমায় বাঁচিয়ে রাখতে চাই মা। কোন দিন বলা হয় নি, মা তোমায় কতটা ভালোবাসি। আমি এটা জানি মা তুমি বুঝো আমি তোমায় কতটা ভালোবাসি মা। একা থাকি মা, সারা রাত জেগে তাকি কেউ তো আর এসে দেখে না পাগলাটা কি না ঘুমাইছে ঠিক মতো।
এখন সকাল বেলা কেউ আর এসে ডাক দিয়ে বলে না ‘বাবা উঠ’। এখন এলার্ম টাই ঘুম থেকে তুলে। মা তোমার দোয়া সব সময় আমার সাথে আছে বলে আজও আমি ভালো আছি মা।
মা কে নিয়ে লিখলেও সারা জীবনে মায়ের ভালোবাসার কথা শেষ হবে না। আমি দোয়া করি পৃথিবীর সব মায়ের ভালো থাকুক, সুস্থ থাকুক।
লেখক:
জাবের আহমদ
শিক্ষার্থী, ইছামতি ডিগ্রী কলেজ
জকিগঞ্জ, সিলেট