রবিবার | ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কবিতা: আমার মা

জেসি / ৩৪ শেয়ার
প্রকাশিত: রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
আমার মা

আমার মা

-জেসি

আমার মা আছেন বলে আমার মেরুদন্ড এখনও শক্ত আমি ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারি।
আমার মা আছেন বলে আমি অভাব কি জিনিস কখনও দেখি নি।
আমার মা আছেন বলে আমি আমার এই দুচোখে সুন্দর পৃথিবী দেখতে পাই।
আমার মা আছেন বলে আমি পছন্দ আর অপছন্দের পার্থক্য বুঝতে পারি।

আমার মা আছেন বলে আমি মাকে ছুঁয়ে দেখি ভালোবাসা কতটা দামী।
আমার মা আছেন বলে আমার দুঃখের আকাশটা এখন ও শূন্য।
আমার মা আছেন বলে আমি এখনও হাসতে পারি।
আমার মা আছেন বলে আমার খাবারের মেনু টা এখনও সবার থেকে অন্যরকম।

আমার মা আছেন বলে আমি আজ পর্যন্ত আমার কোনো জিনিসের জন্য আমাকে আফসোস করতে হয়নি।
আমার মা আছেন বলে আমার জন্য শেষ রাতে আমার মাকে আল্লাহর কাছে কাঁদতে দেখি।
আমার মা আছেন বলে সবসময় আমার জন্য সার্থহীনভাবে আল্লাহর কাছে দোয়া করতে দেখেছি।
আমার মা আছেন বলে আমার ফোনে ভিডিও কল,অডিও কলের রিং বাজে প্রতিদিন।

আমার মা আছেন বলে আমি সবসময়ই সুন্দর, স্বাস্থ্যবান, পরিপাটি,আর পরিচ্ছন্ন।
আমার মা আছেন বলে আমার মা দিবস প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছর।


আরও পড়ুন