“মা” শব্দটি খুবই ছোট। কিন্তু এর বিশ্বমৃতা অনেক গভীর। “”মা” এই শব্দটি দিয়ে কিছু লিখে বা বলে শেষ করা যাবে না। ‘মা’ শব্দটির মধ্যে রয়েছে এক অদ্ভুত পরিতৃপ্তি, এক অনাবিল শান্তি, মা ছাড়া জীবন এককথায় শুষ্ক মরুভূমির মতো, জলহীন সমুদ্রের মতো ও বায়ুহীন প্রকৃতির মতন । মায়ের কোল যে কত বিশাল একটি নিরাপদ আশ্রয় তা একজন সন্তান ছাড়া এ পৃথিবীর আর বোঝে না।
এ পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই, কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে আর সে হলো মা। দুনিয়াতে সব বদলাতে পারে, কিন্তু সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কখনই বদলায় না।
আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্রী হতে পারি, দেখতে অনেক কালো, পুরো পৃথিবীর কাছে আমার যাই পরিচয় থাকুক না কেন আমার মায়ের কাছে আমিই তার শ্রেষ্ঠ সন্তান।
আব্রাহাম লিংকন মাকে নিয়ে বলেছেন- যার মা আছেন সে কখনোই গরীর নয়।
মা, আম্মা, আম্মু, আম্মি, মাঝি সন্তানেরা যে যেভাবেই ডাকুক এই শান্তির ডাক সবকিছুর বিনিময়েও অন্য কোনো শব্দের সঙ্গে তুলনা করা যাবে না। বিভিন্ন ভাষাভাষির সন্তানের কাছে “মা” ডাক শব্দটি কতই না আপন, প্রথম দিন থেকে জীবনের শেষ পর্যন্ত মায়ের ভালোবাসা একই থাকে।
আমার কাছে “মা” মানে মাগো তুমি আমার আল্লাহর দেয়া শ্রেষ্ঠ ধন মাগো তুমি আমার জীবনে সবচেয়ে আপনজন।
আমরা আমাদের সুখ, দুঃখ, অভাব-অভিযোগ যাই হোক না কেন সব কিছুই মায়ের কাছে জানাই যেমন বাড়ির বাইরের দিকটা সামলে পরিবারকে আগলানোর বাবা চেষ্টা করেন তেমনই মা ঘরের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে পরিবারকে আগলে রাখেন। মা শুধু আমারই নয় বরং পরিবারের ভালো-মন্দের খেয়াল রাখেন। সেজন্যই তো মা পরিবারের প্রত্যেকটি সদস্যদের অত্যন্ত প্রিয় ও ভালোবাসার মানুষ।
আমার অনেক বন্ধুর মা তা ঘরের সাথে সাথে বাইরেও কাজ করেন। কিন্তু আমার মা আমাদের বড় পরিবারটিকে সারাদিন সামলে রাখেতে রাখতে ক্লান্ত হয়ে পড়ে। মা যেমন ভালো কিছু করলে সন্তানদের বাহ্বা দিতে ভূলেন না তেমনি দূষ দোষ বা ভূল করলে শাসন করে সঠিক পথ দেখাতে তিনি পিছপা হন না।
আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হলেন আমার মা, মায়ের কাছে আমি চিরঋনী। আমার জীবনের সমস্ত অর্জনই আমার মায়ের জন্য পাওয়া।
মা হলো বাড়ির হৃৎযন্ত্র | হৃৎপিন্ড। যে ঘরে মা নেই সে ঘরে হৃৎস্পন্দনও নেই। আমার প্রথম স্পর্শ আমার মা, আমার প্রথম পাওয়া, আমার জীবনের প্রথম ধ্বনি বা শব্দ, প্রথম দেখা যাই বলি না কেন এই সবই আমার “মা”
পবিত্র আল-কুরআনে মাকে নিয়ে যা লিখা হয়েছে যে গর্ভ তোমাকে ধারণ করেছে, সে গর্ভধারিণীর প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো । -তাই
কাজি কাদের নেওয়াজ-এর কন্ঠে আরো একবার মিলিয়ে বলতে পারি- মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই ইহার চেয়ে নাম যে মধুর, ত্রিভুবনে নাই।
আমার সব বন্ধুরা একেক জন একেক অন বিখ্যাত ব্যাক্তিদের নিজেদের আদর্শ বলে মানে। তারা বলে তাদের সেই বিখ্যাত ব্যক্তিটির মতোই তারা বড় হয়ে উঠরে, কিন্তু আমি জীবনে আমার মায়ের মতন মানুষ হতে চাই। আমার মা আমার যেমন সবাইকে এক সূত্রে বেঁধে রাখেন তেমনি আমি ও আমার জীবনে ভালোবাসার সেই জাদুকাঠি অর্জন করতে চাই। আমার কাছে আমার “মা” ই আমার জীবনের আদশ মানুষ।
আমার মা তার ভালোবাসা, আদর, স্নেহ-মন যত্ন দিয়ে আজকের আমিটাকে বড় করে তুলেছেন। প্রয়োজনে শাসনও করেছেন। আমি মনে-প্রাণে বিশ্বাস করি আমার মা আমার পাশে না থাকলে আজকে হয়তো আমিটাই থাকতাম না।
আমি আমার মাকে খুব ভালোবাসি, আজ সেই ভালোবাসা থেকে আমি পিংকি মাকে নিয়ে কিছু কথা লিখলাম।