বৃহস্পতিবার | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আবারও সড়ক দূর্ঘটনায় আহত ২ পলিটেকনিক শিক্ষার্থী

খালেদ হোসেন, এমপিআই প্রতিনিধি / ৫২ শেয়ার
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন

একটি দুর্ঘটনার রেশ যেতে না যেতেই আবারও সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার(১১ মে) রাত ৮ টার সময় রাস্তা দিয়ে ছাত্রাবাসে ফেরার সময় সিএনজি চালিত অটো রিকসা(টমটম) এর সাথে ধাক্কা লেগে আহত হয় তারা।

আহত শিক্ষার্থীরা হলো মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার টেকনোলোজি ডিপার্টমেন্ট প্রথম পর্বের শিক্ষার্থী আবির ও আরএসি টেকনোলোজি ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী লাবিব।

এর আগে, ইনস্টিটিউটের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন (আরএসি টেকনোলজি) বিভাগের সপ্তম পর্বের ছাত্র ফজলে রাব্বি ইনস্টিটিউটের সামনে গত ৫ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রতিবাদে গত রবিবার সকাল ১০ থেকে সহপাঠীরা সড়ক অবরোধ করে পাঁচ দাবি নিয়ে বিক্ষোভ করে। পরে কলেজ প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান ও জেলা পুলিশ এসে আগামী ১ মাসের মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

 

কামরান/খালেদ 


আরও পড়ুন