মৌলভীবাজারের রাজনগরে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজনগর থানার পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) রাত ১২ টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকার রাজনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান ১ নম্বর লাইনের মৃত রামলাল রবিদাসের ছেলে সুমন রবিদাস (১৯) ও একই বাগানের ৯ নম্বর লাইনের সীতারাম রবিদাসেরর ছেলে সুবাস রবিদাস (২৮)।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজিজুল গাফফার ও উপপরিদর্শক (এসআই) উবায়েদ আহমদ সহ একদল পুলিশ টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকার রাজনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করলে ৪৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে।
রাজনগর থানার অফিসার ইনচার্য (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, খবর পেয়ে পুলিশ মাদরাসার সামনে যায়। সেখান থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।