বৃহস্পতিবার | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদের পর প্রথম কর্মদিবসে রাজনগরে অফিসে আসেননি অধিকাংশ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি / ৩৯ শেয়ার
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:১৩ অপরাহ্ন
ঈদের পর প্রথম কর্মদিবসে রাজনগরে অফিসে আসেননি অধিকাংশ কর্মকর্তা

আজ সোমবার (২৪ এপ্রিল) খুলেছে দেশের সকল সরকারি প্রতিষ্ঠান। কিন্তু রাজনগর উপজেলায় ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিসে যোগদান করেননি অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হয়েছে গতকাল। এ বছর সরকারি নির্দেশনা মোতাবেক ঈদের আগে গত বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের সরকারি ছুটি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এ বছর রোজা ২৯টি হওয়ার ফলে ঈদ উদযাপিত হয়েছে শনিবার (২২ এপ্রিল)। সেই হিসাবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল), ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) এবং ঈদের পরের দিন রবিবার (২৩ এপ্রিল) পর্যন্ত রয়েছে ঈদের ছুটি। সব মিলিয়ে এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদ উল ফিতরের ছুটি ভোগ করেছেন টানা পাঁচ দিন। আজ সোমবার (২৪ এপ্রিল) খুলেছে দেশের সকল সরকারি প্রতিষ্টান। কিন্তু রাজনগর উপজেলায় ঈদের ছুটি পরবর্তী অফিসে যোগদান করেননি বেশির ভাগ সরকারি কর্মকর্তারা।

সরেজমিনে সোমবার (২৪ এপ্রিল) দেখা যায়, অফিস চলাকালীন সময়ে তালাবদ্ধ রয়েছে রাজনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী নাদিমুল ইসলাম ও মো: মাহমুদ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আলী, নির্বাচন অফিসার মো: এনামুল হক, উপজেলা কৃষি অফিসার মো: রেজাউল করিম, উপসহকারী ভোটেনিরারি ড. সুমন মিয়ার, ল্যাবের সম্পূর্ণ অফিস, উপজেলা প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসেন, পল্লী জীবিকায়ন প্রকল্পের হিসাব রক্ষক মো: শাহীন আলী ও ইউআইটিআরসি সহকারী প্রোগ্রামার মো: সালাউদ্দিনের কক্ষ তালাবদ্ধ রয়েছে।

অফিসে পাওয়া যায়নি উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বাদশা মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী সুমন আহমদ, আকরাম হোসেন তালুকদার ও সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল হামিদকে । এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো: সুজাত খান ও মো: নাহিদ শিকদার অফিসে আসেননি, তাদের বদলে ডিউটি করছে অফিস-রুমে দুইটি মোটরসাইকেল।

এ ব্যাপরে উপজেলা কৃষি কর্মকর্তা মো: রেজাউল করিমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

রাজনগর উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল হামিদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে রাজনগর আনসার- ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম বলেন তিনি মৌলভীবাজারে এসেছেন কাজ শেষে অফিসে আসছেন ।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা বলেন, এদের মধ্যে অনেকের সঙ্গে আমার ঈদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজকে সকলের অফিস করার কথা। তাদের অফিসে না আসার কারণ সম্পর্কে জানতে আমি সংশ্লিষ্ট বিভাগদের সঙ্গে যোগাযোগ করবো।


আরও পড়ুন