বৃহস্পতিবার | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কুলাউড়ায় সিলেট অঞ্চলের কুমার সমাজের সম্মেলন অনুষ্ঠিত

শুভ গোয়ালা, কুলাউড়া / ৫১ শেয়ার
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথম বারের মতো সিলেট অঞ্চলের কুমার সমাজের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার হিংগাজিয়া চা-বাগানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সভাপতি শীমান গোলাপ কুমার সমাজের মৃত শিল্প বানানোর ঐতিহ্য চাক ঘুরিয়ে হাড়ি-পাতিল বানিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের মুরব্বিয়ান চৌধুরিরাসহ কুমার যুবসমাজ ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, শরণ কুমার, রাজেশ কুমার, রনজিৎ কুমার, রাজেন্দ্র কুমার ও উদিৎ কুমার।

রাজেন্দ্র কুমার জানান, এই সম্মেলনের মুখ্য বিষয় ছিলো কুমার সমাজের শিক্ষা, সংস্কৃতি,ঐক্য ও শতবছরের মৃৎ শিল্পের ঐতিহ্য ধরে রাখা।

এ সময় বক্তারা বলেন, দিন দিন হারিয়ে যাচ্ছে কুমার সমাজের হাতে গড়ে তোলা মৃৎ শিল্প। এই শিল্প আজ প্রায় বিলুপ্তি পথে। এই শিল্প এবং সামাজিক ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসার জন্য আহব্বান জানান।

বক্তারা আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কুমার সমাজের অনেক মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়ছে, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে কুমার সমাজ এগিয়ে আসবে।


আরও পড়ুন