বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কবিতাঃ অনাহার সহিষ্ণুতা

গওহর মুহাম্মদ জাওয়াদ
প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৩:০৬ পূর্বাহ্ণ

অনাহার সহিষ্ণুতা

– গওহর মুহাম্মদ জাওয়াদ

উপবাস মাস শেষে,
আনন্দের উচ্ছাসে।
সৃষ্টির উল্লাসে,
ঈদ আসে।

ধৈর্যতে আনে বান,
আনে মুক্তির নির্বাণ।
বিধাতার বরদান,
ঘটে নবযুগ উত্থান।

অবনত নয় প্রাণ ভয় নয়,
চিরশির গর্দান।
ধৈর্যের বলে বক্ষে নিয়াছি,
হাজারের সম্মান।

শূন্যতায় আসুক খুশির বান,
গ্লানি হোক কাল চূর্ণ,
রাত্রি আঁধার, অমানিশা ভর,
তিমির হোক বিদীর্ণ।


আরও পড়ুন