উপবাস মাস শেষে,
আনন্দের উচ্ছাসে।
সৃষ্টির উল্লাসে,
ঈদ আসে।
ধৈর্যতে আনে বান,
আনে মুক্তির নির্বাণ।
বিধাতার বরদান,
ঘটে নবযুগ উত্থান।
অবনত নয় প্রাণ ভয় নয়,
চিরশির গর্দান।
ধৈর্যের বলে বক্ষে নিয়াছি,
হাজারের সম্মান।
শূন্যতায় আসুক খুশির বান,
গ্লানি হোক কাল চূর্ণ,
রাত্রি আঁধার, অমানিশা ভর,
তিমির হোক বিদীর্ণ।