মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বিয়ানীবাজার ব্যাটালিয়ান (৫২ বিজিবি) এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ এপ্রিল) ২১ রমজান আসরের নামাজের পর এই ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ান (৫২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহিব্বুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫২ বিজিবি এর সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রব উদ্দিন আহমেদ, লাতু বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার বাবুল আক্তার, বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এপিপি এডভোকেট গোপাল দত্ত, বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সহ সভাপতি হারিস মোহাম্মদ, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেদ ও সহকারি অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক দেলাওয়ার হোসেন, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আল আমিন আহমদ, স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিন, ইউপি সদস্য মকছুদ আহমেদ রানা ও ইউপি আব্দুল আজিজ প্রমুখ।
এসমসয় দুইশত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার ব্যাটালিয়ান (৫২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহিব্বুল ইসলাম খাঁন বলেন, “মাহে রমজান উপলক্ষে বিজিবির পক্ষ থেকে সারা দেশে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ আমরা বিয়ানীবাজার ব্যাটালিয়ানের পক্ষ থেকে দুইশত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছি। বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল। এবং সকলের সহযোগিতায় ইনশা আল্লাহ আগামীতেও মানুষের কল্যাণে বিজিবি কাজ করে যাবে।”