রবিবার | ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কবিতাঃ জল ছুঁতে চাই

মোছা: জান্নাতুল ফেরদৌস / ৩৩ শেয়ার
প্রকাশিত: রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন

জল ছুঁতে চাই

– মোছা: জান্নাতুল ফেরদৌস

তার ভেজা পদচারণ,
নিভৃতে এসে যায়,
উঁকিঝুঁকি দেয়!
আমিও হাত পেতে বসে থাকি,
তার জল ছুঁয়ে দিবো অপলকে!

অত:পর সে আসে,
স্নিগ্ধ দাবানলে পুড়িয়ে দেয় সব,
আমি জল ছুঁতে চাই,
সে আমায় দেয় তার উত্তাপ!

অথচ আমি হই ছাই,
মুখ থুবড়ে পড়ি,
তবুও হাত পেতেই বসে থাকি,
একদিন জল ছোঁবোই!

লেখকঃ
অনার্স তৃতীয় বর্ষ
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ


আরও পড়ুন