তার ভেজা পদচারণ,
নিভৃতে এসে যায়,
উঁকিঝুঁকি দেয়!
আমিও হাত পেতে বসে থাকি,
তার জল ছুঁয়ে দিবো অপলকে!
অত:পর সে আসে,
স্নিগ্ধ দাবানলে পুড়িয়ে দেয় সব,
আমি জল ছুঁতে চাই,
সে আমায় দেয় তার উত্তাপ!
অথচ আমি হই ছাই,
মুখ থুবড়ে পড়ি,
তবুও হাত পেতেই বসে থাকি,
একদিন জল ছোঁবোই!
লেখকঃ
অনার্স তৃতীয় বর্ষ
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ