বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খলাগাঁও হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘের ইফতার মাহফিল সম্পন্ন

রাজনগর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের রাজনগরে পবিত্র বদর দিবস উপলক্ষে খলাগাঁও হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রবিবার (৯ এপ্রিল ১৭ রামাদ্বান) মুন্সিবাজারের খলাগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে এই ইফতার মাহফিল আয়োজিত হয়।

সংগঠনের আহবায়ক আল আমিন হাজারীর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালেহ উদ্দীন।

সংগঠনের সদস্য সচিব হাফেজ মিজানুর রহমান চৌধুরীর সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হাফেজ মাওলানা সালেহ উদ্দীন, সংগঠনের যুগ্ম আহবায়ক শেখ রুবেল আহমেদ নাঈম, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ কামরান হোসাইন প্রমুখ।

এর আগে, পবিত্র বদর দিবস উপলক্ষে দারুল ক্বিরাতের শিক্ষার্থীদের নিয়ে বদরের ইতিহাস সম্পর্কে আলোচনা, মিলাদ, দোয়া ও পরিশেষে শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরন করা হয়।


আরও পড়ুন