রাজনগরের মুন্সিবাজারে অসচ্চল, দরিদ্র পরিবারের মাঝে মুন্সিবাজার একতা যুব সমাজের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বাদ আসর খলাগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়।
কানাডা প্রবাসী আব্দুল মান্নান, ইতালি প্রবাসী আমিনুর রশিদ বাবলু, আদরিয়ান রশিদ সাহান, ফ্রান্স প্রবাসী আতিক হাসান, কামাল আহমেদ জাহিদ আহমেদ, রাজু আহমেদ ও উপদেষ্টা আব্দুল আহাদ ডিপুর আর্থিক সহযোগিতায় এসব ইফতার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন মুন্সিবাজার একতা যুব সমাজের উপদেষ্টা জনাব মামুনুর রশীদ পাবলু ও রাজু আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন একতা যুব সমাজের শুভাকাঙ্ক্ষী, সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দরা।
উপদেষ্টা মামুনুর রশীদ পাবলু বলেন, মুন্সিবাজার একতা যুব সমাজ সব সময় গরীব দুঃখীদের পাশে ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা যতদিন বেঁচে আছি আমাদের এলাকার মানুষকে অনাহারে থাকতে দিবো না। অনেক পরিবার আছে যারা প্রকাশ্যে কারো কাছে কিছু চাইতে পারেনা। আমরা লুকিয়ে তাদেরকে সহযোগিতা করেছি। সর্বোপরি সকলের দোয়া প্রার্থনা করছি। আমরা যেন সব সময় এভাবেই মানুষের পাশে থাকতে পারি।