বৃহস্পতিবার | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ

গওহর মুহাম্মদ জাওয়াদ / ৪৩ শেয়ার
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

মৌলভীবাজারে জেলার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১ টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ‘ট্যাবলেট বিতরণ কর্মসূচী’ অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট তুলে দিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, স্থানীয় সরকার এর উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক সৌরভ পাল মিঠুন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন প্রমুখ। এছাড়ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চতুর্থ বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের কাজ করতে হবে। তাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের ছয়টি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়। আগামী সপ্তাহের মধ্য্য জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মোট ১ হাজার ৯৮ জন শিক্ষার্থীর হাতে ট্যাবলেট পর্যায়ক্রমে দেওয়া হবে।

পুলিশ সুপার মোহম্মদ জাকারিয়া তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই ট্যাবগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যাতে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের সাথে পরিচিত হতে পারে এবং তথ্য প্রযুক্তির দুনিয়ায় তারা যেন তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাঁর বক্তব্যে বলেন, মৌলভীবাজার জেলার সরকারি ও এমপিওভুক্ত মোট ১৮১ টি বিদ্যালয়ের ১০৯৮ জন শিক্ষার্থীর মধ্যে পর্যায়ক্রমে ট্যাবলেট বিতরণ করা হবে। এই শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীয় পক্ষ থেকে। রাষ্ট্র শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি হিসেবে ট্যাব উপহার দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের এজেন্ডা হিসেবে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।

মৌলভীবাজার জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, জনশুমারি ও গৃহগণনা-২০২২ এ ব্যবহৃত দুই লক্ষ ট্যাবলেট সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করার গাইড লাইন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার আলোকে মৌলভীবাজার জেলার এমপিওভুক্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে।

 

কেকে/জাওয়াদ


আরও পড়ুন