বৃহস্পতিবার | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জুড়ীতে স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে বানর ছানা উদ্ধার ও বনে অবমুক্ত

জুড়ী প্রতিনিধি / ২৭ শেয়ার
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রাম থেকে একটি বানর ছানা করেছে পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা। ২৪ মার্চ (শুক্রবার) দুপুর আড়াইটায় বানর ছানাটি উদ্ধার করা হয়।

গোপণ সংবাদের ভিত্তিতে টিমের সদস্যরা খবর পান হোসেনাবাদ গ্রামের মোঃ ডালিম আহমেদ ৩/৪ দিন থেকে একটি বানর ছানা নিজ বাড়িতে পোষে আসছেন। সেই সংবাদের জের ধরে বানর ছানা উদ্ধারে ঘটনাস্থলে হাজির হয় টিমের কয়েকজন সদস্য।

মোঃ ডালিম আহমেদের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, গত ৩/৪ দিন আগে বাড়ির পাশে বানর ছানাটি দেখতে পান তিনি। তখন বানর ছানাটি ধরে এনে বাড়িতে পোষছিলেন। পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা তার সাথে যোগাযোগ করলে স্বেচ্ছায় বানর ছানাটি অবমুক্তের জন্য দিয়ে দিতে সম্মত হোন।

এসময় উপস্থিত ছিলেন টিমের সদস্য খালেদুর রহমান সৈকত, সুমিত চন্দ্র চন্দ ও দেলাওয়ার হোসেন। আলাপকালে খালেদুর রহমান সৈকত বলেন, বন্য প্রাণী প্রকৃতির আঁধার। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণীর বিকল্প নেই। আমরা মানুষরা যদি বন্যপ্রাণী রক্ষায় সচেষ্ট ও সদয় না হই তাহলে এর ভয়াবহ ফল আমাদেরকেই আগামী দিনে পেতে হবে।

বানর ছানাটি উদ্ধারের পর পাথারিয়া টিমের সদস্যরা স্থানীয় সমাই বিট কর্মকর্তা মোঃ ইয়াসিন মুন্সিকে সাথে নিয়ে পুঁটিছড়া বনে অবমুক্ত করেন।

উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী বন্যপ্রাণী শিকার, ধরা, মারা, খাওয়া, ক্রয়-বিক্রয়, পাচার বা দখলে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ ০১ বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড।

 

কেকে/ দেলাওয়ার হোসেন


আরও পড়ুন