বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ণ

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব এর আয়োজনে অভ্যন্তরীণ বির্তক প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অভ্যন্তরীণ বির্তক প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো, ‘সিন্ডিকেটই পণ্যের মূল্যবৃদ্ধির প্রধান কারণ’।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খ. ম. ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারি প্রধান শিক্ষক তুলসী রানী সরকার এবং বিদ্যালয়ের দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক আবুল আ’লা মোঃ মওদুদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কন্দর্প বিজয় চৌধুরী, সিনিয়র শিক্ষক মোঃ আখতারুজ্জামান সরকার, সহকারি শিক্ষক পল্লব কান্তি দেব এবং সহকারি শিক্ষক রাশেদ মোশারফ। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক মোঃ মুহিবুর রহমান।

বিদ্যালয়ের দিবা শাখার সহাকারি প্রধান শিক্ষক আবুল আ’লা মোঃ মওদুদ বিদ্যালয়ে যোগ্য বিতার্কিক গড়ে তোলার জন্য নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খ. ম. ফারুক আহমদ বলেন, বিতর্ক সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অন্তর্ভূক্ত। এটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি প্রয়োজন।

প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ফজলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মানসিক বিকাশ ঘটাতে পারে।

পরিশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

কেকে/ জাওয়াদ


আরও পড়ুন