সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

স্কুল ব্যাংকিং কনফারেন্স কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ক্ষুদে শিক্ষার্থী আরশাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন
স্কুল ব্যাংকিং কনফারেন্স কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ক্ষুদে শিক্ষার্থী আরশাদ

মৌলভীবাজারে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩ এর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর নেতৃত্বে জেলার ৩৩ টি ব্যাংকের যৌথ আয়োজনে শহরের চল্লিশটি স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় অধিকাংশ প্রতিযোগী ছিল নবম-দশম শ্রেণির শিক্ষার্থী। আকর্ষণীয় এই কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার পঞ্চম শ্রেণির ছাত্র গওহর মুহাম্মদ আরশাদ। প্রতিযোগিতায় আরশাদ একজন কনিষ্ঠ প্রতিযোগী হয়েও প্রথম পুরস্কারটি কৃতিত্বের সাথে তার নিজের করে নেয়। দ্বিতীয় স্থান অধিকার করে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাহিয়া তাবাসসুম এবং তৃতীয় স্থান অধিকার করে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী মাহেরা ইসলাম।

আরশাদ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠালতলী গ্রামের ঐতিহ্যবাহী হাফিজবাড়ির (অবকাশবাড়ির) সন্তান। সে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক আবুল আ’লা মোঃ মওদুদ এর ছেলে।

অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা, বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক প্রিয়াংকা ভট্টাচার্য, সোনালী ব্যাংক লিমিটেড এর মৌলভীবাজার আঞ্চলিক অফিস এর এজিএম সুজিত কুমার রায়, জনতা ব্যাংক লিমিটেড এর জিএম ও মৌলভীবাজারের ব্যাংকার এসোসিয়েশন এর সভাপতি আবদুল হামিদ প্রমুখ।

এছাড়া মৌলভীবাজার জেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ ও বিভিন্ন পর্যায়ের ব্যাংকারগণ এখানে উপস্থিত ছিলেন।

কেকে/জাওয়াদ


আরও পড়ুন