মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) রাতে শহরের ওয়েস্টার্ন প্লাজায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ দবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাদল মাতবর, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন- জেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইমন আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমেদ সজল প্রমুখ।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা তার বক্তব্যে বলেন, আমরা সবাই এখানে অ্যাম্বুলেন্সর সাথে জড়িত। আমরা এখানে এসেছি একমাত্র কারণ হচ্ছে, আমাদের অ্যাম্বুলেন্সের যে জটিল সমস্যাগুলো রয়েছে, সে সমস্যা গুলো সমাধানের জন্য আমরা হাইকোর্টে একটি রিট করেছিলাম। সেই রিটের একটা রোল ইস্যু হয়েছে। আমাদের এই রিট করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু অবৈধ এবং আমাদের কোনো আইন নাই, তাই আমরা একটা সঠিক নীতিমালা ও আইনের মধ্যে থাকতে চাই।
তিনি বলেন, আমাদের কাছে স্বাস্থ্য মন্ত্রনালয় জানতে চেয়েছিল আমাদের কেন নীতিমালা নেই। স্বাধীনতার বায়ান্ন বছরেও আমাদের কোনো নীতিমালা হয়নি। আমাদের অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি একটা পরিবার। আমরা যেন অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার নামে মাদক পরিবহন না করি। আমরা দেখছি অনেক অ্যাম্বুলেন্স এর মধ্যে মাদক, ফেনসিডিল, ইয়াবাসহ ধরা পড়ছে। আমরা চাই যে, এখন থেকে মালিক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া অ্যাম্বুলেন্সের যেন রেজিস্ট্রেশন না হয়। আমাদের চালকদেরকে বুঝাতে হবে মাদকের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মুজিব বর্ষ পূর্তি উপলক্ষ্যে অ্যাম্বুলেন্স এর জন্য টুল ফি মওকুফ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমরা আদালতের মাধ্যমে শনাক্ত করব যে, কোন টোল ফি আমাদেরকে দিতে হবেনা।
কেকে/মাহিন