মৌলভীবাজারের রাজনগরে উৎসবমুখর পরিবেশে মুন্সিবাজার বণিক সমিতি’র সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. বরকতুজ্জামান, সাধারণ সম্পাদক পদে বদরুল হোসেন বাবলু ও কোষাধ্যক্ষ পদে জুনেদ আহমদ জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদে ওই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
চারটি বুথে ভোট গ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। সমিতির ৪৭৪ জন সদস্য ভোটের বিপরীতে নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যাক্ষ এই তিনটি পদে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও সদস্য পদের ৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১২ জন প্রার্থী।
নির্বাচনে সভাপতি পদে মো. বরকতুজ্জামান ( আনারস মার্কা প্রতিক- ২১২), সাধারণ সম্পাদক পদে বদরুল হোসেন বাবলু (ফুটবল প্রতিক- ২৮৯) ও কোষাধ্যাক্ষ পদে জুনেদ আহমদ (দোয়াত কলম প্রতিক – ২৭৫) ভোট পেয়ে জয়লাভ করেছেন।
নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন, সহ- সভাপতি খালেদ মিয়া (হারিকেন মার্কা প্রতিক – ২৪৫), সহ-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ডিপু (টেবিল মার্কা প্রতিক – ২৯৯), সদস্য যথাক্রমে আব্দুল গফুর(কলস মার্কা প্রতিক -৩১২), শাহ আফজল আলী(হরিণ মার্কা প্রতিক- ২৬৭), আব্দুস সালাম রয়েল (মাছ মার্কা প্রতিক -২৬৪), ইমন আহমদ (মোরগ মার্কা প্রতিক -২৫৪), খুশিদ মিয়া (টেলিভিশন মার্কা প্রতিক -২৩৮), আখলিছুর রহমান (টিউবওয়েল মার্কা প্রতিক- ২০৮), সেলিম আখন্দ (সিলিং ফ্যান মার্কা প্রতিক -২০৫)।
ভোট গণনা শেষে ভোট কেন্দ্রের সামনে ওই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. রহিম উদ্দীন তালুকদার। এ সময় মুন্সিবাজার বণিক সমিতির কার্যকরী কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক/ কামরান