সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাত পোহালেই মুন্সিবাজার বণিক সমিতির নির্বাচন

রাজনগর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৪০ পূর্বাহ্ন

বাজার ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে। দেখে মনে হবে এটা জাতীয় কোনো নির্বাচন। কিন্তু আসলে এটা রাজনগরের ঐতিহ্যবাহী মুন্সিবাজার বণিক বহুমুখী সমিতির ত্রি বার্ষিক নির্বাচন। নির্বাচনের প্রচার প্রচারনার ইতি টেনছেন প্রার্থীরা।

মঙ্গলবার (১৪ মার্চ) সারাদিন শেষ মুহুর্তের প্রচারনা ও ভোট চেয়ে দিন পার করেছেন প্রার্থীরা। এখন শুধু ভোটের অপেক্ষা। বৃহস্পতিবার(১৬ মার্চ) রাত পোহালেই আসবে কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ। প্রচার শেষ হয়ে গেছে। এখন প্রার্থীদের মনোযোগ ভোট কেন্দ্রের দিকে।

ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ৫২৭ জন ভোটার। সকল প্রার্থী জিততে মরিয়া। মঙ্গলবার শেষ দিন প্রার্থীরা শেষবারের মতো সর্বোচ্চ ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন।

জানা গেছে, ১২ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত হবেন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ১জন করে মোট ৫জন ও কার্যকরী সদস্য ৭জন। এদিকে কার্যকরী সদস্যের ৭টি শূন্য আসনে মনোনয়ন পেয়েছেন ১২ জন পদপ্রার্থী। সবমিলিয়ে এ নির্বাচনে ২৭ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

নির্বাচন নিয়ে ভোটাররা উৎকন্ঠার মধ্যে আছেন। নতুন নেতৃত্বে কে আসবেন তা নিয়ে বিভিন্ন চায়ের দোকানে চলছে কথা বার্তা। এদিকে প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করলে বাজারের আমূল পরিবর্তন আনবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের।

সহকারী নির্বাচন কমিশনার আইয়ুব মিয়া বলেন, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন