বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে ৩০ লক্ষ টাকার চেক বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৩:০৩ পূর্বাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে সমাজকল্যাণ মন্ত্রনালয় এর অর্ন্তগত জাতীয় সমাজকল্যাণ কমিটির অর্থায়নে ৬ শত ১৬ জন চা শ্রমিকদের মাঝে ৫০০০ টাকা করে এককালীন ৩০ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন মৌলভীবাজার- ৪, শ্রীমঙ্গল- কমলগঞ্জ আসনের সংসদ সদস্য’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, এতে সঞ্চালনা করেন আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু প্রমুখ।

 

কেকে/ সাজু 


আরও পড়ুন