সিলেটের বালাগঞ্জে বাড়ির সীমানায় পানি নিস্কাশনের ড্রেণ নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের উপর্যোপুরি পায়ুপথে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন লয়েছ মিয়া (৩৪) নামে এক যুবক। তিনি আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইব্রাহিম পুর গ্রামের একটি আপোষ নিষ্পত্তি বৈঠকে।
ঘটনার এক দিন পর ১২ মার্চ আহত লয়েছে মিয়ার বড় ভাই সালেহ আহমদ বাদী হয়ে প্রতিবেশি মকবুল আলীর পুত্র ময়নুল (২৬) কে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরূদ্ধে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৪ তারিখ ১২/০৩/২০২৩ ইং তিন দিন অতিবাহিত হলে ও পুলিশ এখনো অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার এজাহার সূত্রে জানাযায়, স্থানীয় হাজী জহুর আলীর পুত্র লয়েছ মিয়া পক্ষের বাড়ির সীমানায় পানি নিস্কাশনের একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী মকবুল আলীর পক্ষের বিরোধ চলে আসছিল।
বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত শুক্রবার (১০ মার্চ) গ্রামবাসী এক সালিশ বৈঠকে বসেন। বৈঠকে দেওয়া সিন্ধান্ত অমান্য করে তর্ক বির্তকে জড়ান মকবুল আলীর পক্ষের লোকজন একপর্যায়ে প্রতিপক্ষ লয়েছ মিয়ার পায়ুপথ সহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যোপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত লয়েছ মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেকে/জে এইচ