বৃহস্পতিবার | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বড় রানের লক্ষ্যে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৩০ শেয়ার
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

ধীরে-সুস্থে সাবধানী শুরু বাংলাদেশের। জমে উঠেছে উদ্বোধনী জুটি। লিটন দাস ও রনি তালুকদার মিলে পাওয়ার প্লেতে যোগ করেছেন ৪৬ রান। অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারে এসে ভেঙে যেতে পারত এই জুটি, আউট হয়ে যেতে পারতেন রনি তালুকদার। তবে রেহান আহমেদ সহজ ক্যাচ মিস করায় পাওয়ার প্লে শেষেও উইকেটবিহীন বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে ভর বড় রানের লক্ষ্যে ছুটছে বাংলাদেশ। আদিল রশিদের বলে ক্যাপ দিয়ে রনি ২২ বলে ২৪ রানে আউট হয়েছেন। লিটন দাস ৩৪ বলে ৪০ ও ১০ বলে ১৬ রান করে শান্ত অপরাজিত আছেন।

এদিন বাংলাদেশ সফরে এসে প্রথম টস জয়ের স্বাদ পায় থ্রি লায়ন্সরা। টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

একাদশে একাধিক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। অভিষেক হয় এবারের বিপিএলের সেরা বোলার তানভীর ইসলামের। তাছাড়া আফিফ হোসেনের বদলে একাদশে দেখা মিলেছে শামিম পাটোয়ারীর।


আরও পড়ুন