মৌলভীবাজারের রাজনগরে হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে ও পিকেএসএফ এর অর্থায়নে সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য এবাদুর রহমানসহ রাজনগর সদর ইউনিয়নের ৫ জন যুবককে ‘শ্রেষ্ঠ সন্তান’ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক দেয়া হয়। শনিবার (১১ মার্চ) সকালে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ভবনে এক অনুষ্ঠানে তাদেরকে উত্তরীয় পড়িয়ে হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
উন্নয়নে যুব সমাজ ও শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ সন্তান ও প্রবীন সম্মাননা অনুষ্ঠানে হীড বাংলাদেশের এরিয়া ম্যানেজার (সিলেট এরিয়া-২) দীল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।
এতে বিশেষ অতিথি ছিলেন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুস, ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবলু, মাছুমুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্টানে নিজ ইউনিয়নে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় ৫জনকে ‘শ্রেষ্ঠ সন্তান’ ও আরো ৫জনকে ‘প্রবীণ’ সম্মননা দেওয়া হয়। শ্রেষ্ঠ সন্তান ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন- রাজনগর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এবাদুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের মামুনুর রশিদ বকস, ৫ নম্বর ওয়ার্ডের দুলাল আহমদ রিফাত, ১ নম্বর ওয়ার্ডের দেওয়ান ইউনুছ, ৩ নম্বর ওয়ার্ডের কামরুল তালুকদার। ‘প্রবীন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন- ৭ নম্বর ওয়ার্ডের হাজী ছমেদ মিয়া, ৮নম্বর ওয়ার্ডের লুৎফুর রহমান গেদু, ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল আহাদ, ৪ নম্বর ওয়ার্ডে সোনাহর আলী ও ২ নম্বর ওয়ার্ডে নির্মাল্য অর্জুন। এসময় হীড বাংলাদেশ আয়োজিত বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।
৮ নম্বর ওয়ার্ড থেকে ‘শ্রেষ্ঠ সন্তান’ ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত এবাদুর রহমান হীড বাংলাদেশ সমৃদ্ধি কর্মসূচি রাজনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি এর আগে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় ১ম স্হান অর্জন করেন। এছাড়া সেভ দ্যা চিলড্রেনস এর আয়োজনে ইয়ূথ ল্যাড ইনোভেশন ল্যাভস জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেন।
কামরান/মুবিন