বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

লেখক শফিকুল ইসলামের উপন্যাস ‘কালের প্রতিধ্বনি’ এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৮:১৮ পূর্বাহ্ণ

মৌলভীবাজার সরকারি কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলামের প্রথম উপন্যাস ‘কালের প্রতিধ্বনি’ এর মোড়ক উন্মোচন করা হয়।

রবিবার ১২ মার্চ সকাল ১০ টায় মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে লেখক শফিকুল ইসলামের প্রথম উপন্যাস ‘কালের প্রতিধ্বনি’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সরকারি কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহম্মদ, মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সত্যজিৎ দেব প্রমুখ।

লেখক শফিকুল ইসলাম তাঁর বই প্রসঙ্গে বলেন, এই বইটি মূলত গ্রাম বাংলার এতিহ্য সংস্কৃতি ধারণ করে। নতুন প্রজন্মের বেড়ে উঠা, মানুষের সংগ্রামী জীবন, গ্রামের বাংলার সংস্কৃতি, মানুষের জীবন দর্শন, ধর্মীয় মনোভাব সবকিছুর প্রতিফলন হয়েছে এই উপন্যাসে।

তিনি বলেন, আমি চেষ্টা করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি, মুক্তিযোদ্ধসহ সবকিছু আমাদের সময়কে যেভাবে ঘিরে আছে সেই বিষয়টি টেনে আনতে। এটি সত্য যে, এই উপন্যাসের যে পরিণতি মানুষের মানুষের মরে যাওয়ার যে অনুভূতি সেটাও পাঠক যখন পড়বে তখন তারা সেটা অনুধাবন করতে পারবে। আশা করি যারা বইটি পড়বে তাদের চিন্তা-চেতনায় দর্শন সৃষ্টি হবে।

মৌলভীবাজার সরকারি কলেজ এর সম্পাদক সাইফুদ্দিন আহম্মদ লেখকের জীবনের সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে বলেন, বইটিতে হাজার বছরের বাঙ্গালির সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ফুটে উঠেছে। সবাইকে এই বইটি পড়ার জন্য অনুরোধ করছি ।

কেকে/ মাহিন 


আরও পড়ুন