আঁধারে লগ্ন ঊষা, স্বর্গের ধাম,
নিভু নিভু দীপ জ্বলে, প্রণয়ের নাম।
বক্ষে বেদনা ব্যথা, তবে অবিচল স্থান,
প্রণয় বাঁধনে ঘটে মহাপ্রয়াণ।
বক্ষে বেদনা, বারি; আর নাহি পাহি কুল,
অথৈ সাগরে আজ হয়েছি ব্যাকুল।
শয়নে, স্বপনে হেরি ঝাপসা ঝলক,
আর নাহি ফেলিতে স্মৃতির পলক।
দিন যায় ক্ষণ যায়, কেটে যায় বছর,
প্রিয়জন বিনা ব্যথা,
বলিতে আর নাহি কথা, রেখেছে আচর।
আজও নাহি বুঝিনু জগতের ছল,
হৃদয়ে বেদনা ভর অশ্রু সজল।
সুবাসিত সৌরভ সুরভিত ঘ্রাণ,
ব্যথিত হৃদয়ে ঘটে প্রণয় প্রয়াণ।