বৃহস্পতিবার | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রাজনগরে চুলার আগুনে জ্বলসে গৃহবধুর মৃত্যু

রাজনগর প্রতিনিধি / ৩৪ শেয়ার
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন

মৌলভীবাজারের রাজনগরে চুলার আগুনে জ্বলসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নোয়াটিলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নেপুর বেগম(২৪) ওই গ্রামের প্রবাসী আহাদ মিয়ার বড় ছেলে জায়েদ মিয়ার(৩০) স্ত্রী। তাদের ৪ মাস বয়সের এক সন্তান শাফি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশু শাফি’র খাবার তৈরি করতে রান্না ঘরে যান নেপুর বেগম। কিছুক্ষণ পর দেখা যায় চুলার আগুনে জ্বলসে মাটিতে পড়ে আছেন ওই গৃহবধূ। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় তার।

গৃহবধূর শাশুড়ী আছারুন বেগম বলেন, আমার ছেলের বউয়ের উচ্চ রক্তচাপ ছিল। এমতাবস্থায় সে শিশুর খাবার তৈরি করতে রান্না ঘরে যায়। আমি ঘরের বাইরে ছিলাম। এসে দেখি সে চুলার উপর উপুর হয়ে পড়ে আছে। তখন আমি চিৎকার দিলে আমার ছেলে জায়েদ ও আশেপাশের লোকজন এসে তাকে নিয়ে হাসপাতালে যায়।

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন জানান, ঘটনা শুনে আমি তাদের বাড়ি গিয়েছি। শান্তিপূর্ণ পরিবার তাদের। পারিবারিক কোনো ঝগড়া বিবাদ নেই। মেয়ের মায়ের দাবী অনুযায়ী ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম ভিক্টিমের উচ্চ রক্তচাপ ছিল। পারিবারিক কোনো কলহ নেই। ভিক্টিমের পরিবারের দাবীতে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্দেহ মূলক কাউকে আটক করা হয়নি।


আরও পড়ুন