মৌলভীবাজারে দৃষ্টিনন্দন ও ঐতিহ্যের প্রতীক `লন্ডন ক্লক টাওয়ার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌরসভার আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণের ঠিক সামনেই দৃষ্টিনন্দন এই ক্লক টাওয়ার এর উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র ফজলুর রহমান।
পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ চুন্নু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, লন্ডন ক্লক টাওয়ারের উদ্যোক্তা ইউকে প্রবাসী লিয়াকত আহমেদ ও মো. জহির মিয়া উপস্থিত ছিলেন।