রবিবার | ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কুলাউড়ায় গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক / ২০ শেয়ার
প্রকাশিত: রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ন

কুলাউড়ায় ১ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে এসআই নাইমুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানাধীন টিলাগাও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকার শাহান শাহ মোকাম (ভেজাবন) এর সামনে থেকে আসামিরা আপলস্বামী নাইডু(৪৫), দিপক নাইডু(২০), আনিছুর রহমান (৩৫) আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আসামিদের হেফাজত থেকে দুটি সবুজ রঙের প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদ্বয় উভয়ই লংলা চা বাগানের বাসিন্দা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।


আরও পড়ুন