বৃহস্পতিবার | ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সাংবাদিক স্টালিনের সাথে পুলিশের বর্বর আচরণে সিএমএফ’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক / ২৫ শেয়ার
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

ঢাকায় কর্মরত সিলেট অঞ্চলের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি- সিবিসাসের দফতর সম্পাদক ও ঢাকা মেইলের অপরাধ বিষয়ক প্রতিবেদক খলিলুর রহমান স্টালিনের সাথে পুলিশের বর্বর আচরণ ও পেশাগত দায়িত্ব পালনের সময় মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)।

সোমবার (১৩ ফেব্রয়ারি) সংগঠনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে সিএমএফ সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তারা বলেন, ‘‘ একজন সংবাদকর্মী তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু তার পেশাগত কাজে বাঁধা সৃষ্টি করা কোনো আইনশৃঙ্খলা বাহীনির সদস্যের কাজ হতে পারে না। পেশাগত দায়িত্ব পালনের সময় জনসম্মুখে একজন গণমাধ্যম কর্মীর আইডি কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া, গায়ে হাত তোলা এবং ভিডিও ডিলেট করা পুলিশ সদস্যের কাজ হতে পারে না। এঘটনায় আমরা বিস্মিত হয়েছি। পেশাদার সাংবাদিকদের উপর এমন হামলা ও নিপীড়নের দৃশ্যে মনে হয়েছে পুলিশ আমাদের গণমাধ্যম কর্মীদের শত্রু ভাবা শুরু করেছে। যা দেশের আইনশৃঙ্খলা বাহীনির কাছ থেকে মোটেই কাম্য নয়। কিছু পুলিশ সদস্যের ঔদ্ধত্যপূর্ণ এমন আচরণে পুলিশ বিভাগেরও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে আমরা মনে করছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, রাজধানীর সিটি কলেজ এলাকায় গতকাল রোববার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন খলিলুর রহমান স্টালিন। সংঘর্ষের সময় কয়েকজন ছাত্রকে আটকের ছবি তুলতে যাওয়ায় খলিলের উপর চড়াও হয় পুলিশ। একজন পুলিশ সদস্য কলার ধরে খলিলের আইডি কার্ড ও মোবাইল ফোন কেড়ে নেয় ও তাকে পুলিশের গাড়িতে উঠিয়ে নেয়। এ সময় পুলিশ তাকে মারধর করে। তার কর্তৃক ধারণ করা ছবি ও ভিডিও মুছে দিয়ে পরে ছেড়ে দেওয়া হয়।


আরও পড়ুন