মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার ফাহমিদা মেডিসিন কর্ণার এর পরিচালক শাহদাত হোসেন লিলু এর উপর হামলা করে তাকে গুরুতর আহত করে ফার্মেসি ভাঙচুর ও লুটপাট করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা ও ফার্মেসী মালিকদের কর্মবিরতি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মুন্সিবাজার’র আয়োজনে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৩ ঘন্টার কর্মবিরতি ও সন্ধায় মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভা পালন করা হয়।
সমিতির সভাপতি ও বাসন্তি ফার্মেসীর স্বত্বাধিকারী কেতকি রঞ্জন ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও সেবা ফার্মেসীর স্বত্বাধিকারী সুলেমান মিয়া, বুলবুল ফার্মেসীর স্বত্বাধিকারী খালেদ হাসান, মৌলভী ফার্মেসীর স্বত্বাধিকারী মুর্শেদ আলম, জিকে ড্রাগস স্বত্তাধিকারী পার্থ সারথি ধর, সূকৃতি ফার্মেসীর স্বত্বাধিকারী কাজল মালাকার, মদিনা ফার্মেসীর পরিচালক জাকারিয়া আহমদ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা শুধু মুনাফা লাভের উদ্দেশ্যে ফার্মেসীর ব্যাবসা করিনা। আমি মানব সেবার জন্য ফার্মেসী পরিচালনা করি। অথচ আমরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছি, হামলার শিকার হচ্ছি।
সভাপতির বক্তব্যে কেতকি রঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ৪ ঘন্টার কর্মবিরতি পালন করবো। কিন্তু ফার্মেসী বন্ধ করার পর থেকে রোগীরা ও উপকার ভোগীরা খুব সমস্যায় পড়েছেন। অনেকের জরূরী ঔষধ প্রয়োজন। এইসব দিক বিবেচনা করে আমরা ১ ঘন্টা কমিয়ে ৩ ঘন্টা কর্ম বিরতি পালন করেছি।