বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজার সরকারি কলেজ আন্তঃফুটবল টুর্নামেন্টে হিসাববিজ্ঞান বিভাগের অবিস্মরণীয় বিজয়

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬:০৮ পূর্বাহ্ণ
মৌলভীবাজার সরকারি কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩" ফাইনাল খেলায় কেমিস্ট্রি বিভাগ এবং হিসাববিজ্ঞান বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে, ফাইনাল খেলায় কেমিস্ট্রি বিভাগকে ৩ - ০ গোলে হারিয়ে হিসাববিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মৌলভীবাজার সরকারি কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩” ফাইনাল খেলায় কেমিস্ট্রি বিভাগ এবং হিসাববিজ্ঞান বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে, ফাইনাল খেলায় কেমিস্ট্রি বিভাগকে ৩ – ০ গোলে হারিয়ে হিসাববিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি কলেজের অভ্যন্তরীণ ফুটবল মাঠে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায়, মৌলভীবাজার সরকারি আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া শিক্ষক মোছাম্মৎ নুরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ । বিশেষ অতিথি উপাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক সত্যজিৎ দেব, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান শরিফুল রহমান, মৌলভীবাজার ফুটবল জেলা টিমের কোচ জামাল আহমদ, রেফারি বাবুল মিয়া।

প্রধান অতিথি অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ বলেন’ আজকের ফাইনালে কেউ বলবে এরা জিতছে, কেউ বলবে ওরা জিতছে, কিন্তু আমাদের দৃষ্টিতে আজকে ফুটবলের বিজয় হয়েছে। হারজিত থাকবেই, খেলাতে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু মাইর হবে না। আমি আগে একটি কথা বলেছিলাম সেই কথাটা এখন উহ্য করে নিচ্ছি। সাধারণত কোন গ্যাঞ্জাম প্রথম পক্ষ অথবা দ্বিতীয় পক্ষের মাধ্যমে ঘটে না, মাঝখান থেকে তৃতীয় পক্ষ এসে গ্যাঞ্জামটা সৃষ্টি করে। আমাদেরকে সেই বিষয়ে সচেতন থাকতে হবে। পরিশেষে যারা বিজয়ী হয়েছে এবং যারা পরাজয় করেছো, সবার জন্য শুভকামনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।


আরও পড়ুন