বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বরমচালে টিম পজেটিভ’র বৃক্ষরোপণ

কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৯:০০ পূর্বাহ্ণ
বরমচালে টিম পজেটিভ'র বৃক্ষরোপণ

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “টিম পজেটিভ বরমচাল” এর উদ্যোগে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১২ অক্টোবর) বরমচাল ইউনিয়নে অবস্থিত ৮ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয়ে ১০ টি গাছ লাগানো হয়েছে। মূলত বিদ্যালয় আঙিনার সৌন্দর্য বর্ধনের জন্য কৃষ্ণচূড়া, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য ঔষধিগাছ নিম এবং ফলজ গাছ হিসাবে আম ও পেয়ারা গাছ লাগানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য- তোফায়েল আহমেদ তানিম, ফুয়াদ আহমেদ জায়েদ, রোমান আহমেদ, ইমাদুর রহমান ইমাদ, আশরাফুল খাঁন, সায়মন খাঁন, রাজু আহমদ, রেজাউল করিম রেদওয়ান, হোসেন আল রুবাইয়াৎ সামি, সাকিব আহমদ।

এ কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বরমচালের সন্তান, তরুণ সমাজসেবক, ফ্রান্স প্রবাসী মো: ইমন হোসেন। সংগঠনের স্বেচ্ছাসেবীরা সকাল ৯ টা থেকে কাজ শুরু করে বিকাল প্রায় ৫ টা পর্যন্ত গাছ লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সকল প্রাইমারি স্কুলের শিক্ষকমণ্ডলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এরকম একটি মহৎ কাজে অংশ নিতে পেরে উৎফুল্ল সংগঠনের সদস্যরা। পরবর্তীতেও এর ধারাবাহিকতা রক্ষার আশা ব্যক্ত করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।


আরও পড়ুন