টানা তিন দিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কুলাউড়ায়। মুষলধারায় বৃষ্টি না হলেও একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা।
শনিবার ( ৭ অক্টোবর ) ভোর রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে অনেক জায়গায় জলবদ্ধতা দেখা দিয়েছে। এজন্য গৃহবন্দী দিনমজুররা । তারা বেরোতে পারেননি কর্মস্থলে, বন্ধ রয়েছে অনেক কর্মস্থলও।
ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজমিস্ত্রী গোপাল বিশ্বাস জানান, আজ কাজে গিয়েও ফিরে এসেছেন বৃষ্টির কারণে। কারন এই বৃষ্টিতে কাজ করা সম্ভব নয়। বৃষ্টির মধ্যে কোনোমতে কাজে উপস্থিত হই, সেখানে উপস্থিত হয়ে জানতে পারি কাজ হবেনা এবং অন্যরাও বৃষ্টির জন্যে কাজে আসতে পারেনি।
ঠেলা চালক কুমার বলেন, ঠেলা নিয়ে বের হয়েছি তিন দিন কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে প্রতিদিন । সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মূল্যবান জিনিসপত্র বৃষ্টিতে নিলে নষ্ট হয়ে যেতে পারে বলে কেউর প্রয়োজন পড়ছে না ঠেলা গাড়ির।
রিস্কা চালক সন্তুোষ জানান, দরকার ছাড়া কেউ বাইরে বের হচ্ছেনা । সকাল থেকে রাত প্রযন্ত রিস্কা চালিয়ে গতকাল ৩০০ টাকা হয়েছে। যেখানে ৭০০-৮০০ হয়ে থাকে।
উপজেলার সবজি বিক্রেতা আশিক মিয়া জানান, সারাদিন বৃষ্টি থাকার কারনে গত তিনদিন ধরে বেচা-বিক্রি হচ্ছেনা। অনেক সবজি নষ্ট হয়ে গেছে।
দিনমজুর হরিচন জানান, টানা বৃষ্টির কারনে ঘরে বসে দিন পার করতে হচ্ছে। কয়েকদিন ধরে কোন কাজ না থাকায় সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরপর পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। আজ সারা দেশেই বৃষ্টিপাত কমে আসতে পারে। তবে সিলেট অঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে।