বৃহস্পতিবার | ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে নির্বাচনী সহিংসতায় যুবকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৭ অপরাহ্ণ
যুবক নিহত

মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় আব্দুল্লাহ(৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় সদর উপজেলার আজমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে আব্দুল্লাহ মারা যান।

জানা যায়, রবিবার (৩০ ডিসেম্বর) কামালপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আজমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে জাল ভোট নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া, সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব রাবার বুলেট ছুড়ে। এ সময় ভোট কেন্দ্রের ভোটাররা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করেন।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, পুলিশের ছোড়া রাবার বুলেটের গুলিতেই মস্তি মিয়ার ছেলে আব্দুল্লাহ নিহত হন। তিনি কোন রাজনৈতিক দলের কর্মে ছিলেন না। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ-কে মৃত ঘোষণা করেন। এ সময় ভোটকেন্দ্রে প্রায় দেড় ঘন্টা ভোট গ্রহন বন্ধ ছিল। পরে বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তায় ফের ভোট গ্রহণ শুরু হয়। কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল অতি সামান্য।

এদিকে রবিবার সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল ইসলাম মুঠোফোনে জানান, সন্ত্রাসীদের গুলিতে নিহত আব্দুল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা শফিক সবুজ বলেন, নির্বাচনের দিন দুই একটি কেন্দ্রের ঝামেলা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। গোলযুগ যেসব কেন্দ্রে হয়েছে সেসব কেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নেবেন।


আরও পড়ুন