সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জুড়ীর ফুলতলায় প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

দেলাওয়ার হোসেন, জুড়ী
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন
জুড়ীর ফুলতলায় প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো উদযাপিত হল জাতীয় স্থানীয় সরকার দিবস। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার”-এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফুলতলা ইউনিয়ন পরিষদেও বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ফুলতলা ইউনিয়ন পরিষদ থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের হয়ে ফুলতলা বাজার প্রদক্ষিণ করে ফুলতলা ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলতলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম সেলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান দছির উদ্দিন, ইউপি সদস্য স্বপন মল্লিক, ইউপি সদস্য বিদ্যাসাগর তেলী, ইউপি সদস্য উত্তম গোস্বামী, ইউপি সদস্য অর্জুন গোয়ালা, ইউপি সদস্য জলিল মিয়া, ইউপি সদস্যা জুলেখা বেগম, ইউপি সদস্যা অষ্টমী ভুমিজ, ইউপি সদস্যা মিলন বেগম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক জনবাণী প্রতিনিধি হোসাইন রুমেল, রেপটর টিভির আতিকুর রহমান হৃদয়সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম শেলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা স্থানীয় সরকারের দায়িত্বে যারা আছি তারা কঠোরভাবে কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের এই কাজের ধারা সমগ্র দেশব্যাপী অব্যাহত থাকলে খুব সহজেই মাননীয় প্রধানমন্ত্রীকে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ উপহার দিতে পারবো।’


আরও পড়ুন