সোমবার | ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন

দেলাওয়ার হোসেন, জুড়ী
প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মানবসেবামূলক সংগঠন প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদের চতুর্থ কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৪ সেপ্টেম্বর (সোমবার) ২০২৩/২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুল হান্নান।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এম সাইদুল ইসলামকে সভাপতি ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোঃ বদরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৭ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটির মেয়াদ ১ বছর।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন (সংযুক্ত আরব আমিরাত প্রবাসী), সহ সভাপতি নাজমুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ সামাদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ (সৌদী আরব প্রবাসী), সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমদ (সংযুক্ত আরব আমিরাত প্রবাসী), অর্থ সম্পাদক মাওঃ গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আবুল হোসাইন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান নাহিদ (সংযুক্ত আরব আমিরাত প্রবাসী), সহকারী প্রচার সম্পাদক খায়রুল ইসলাম খাঁন ও দপ্তর সম্পাদক আহমেদ সুহেল। এছাড়াও সদস্য হিসেবে আছেন আব্দুছ সালাম, আব্দুল হাসিম, তানজির আহমেদ, আলিম উদ্দিন ও নাজিম উদ্দিন।

প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদ ২০১৯ সালের ২০ জুন প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মূলত জুড়ী উপজেলার সমাই বাজার ও তার আশেপাশের প্রবাসীদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন মানবিক, সামাজিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। সংগঠনের প্রবাসী সদস্য এবং প্রবাসী ও দেশী শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এই কাজগুলা পরিচালিত হচ্ছে।

অসহায় ও গরিব রোগীদের চিকিৎসা, গরিব মেয়েদের বিয়েতে আর্থিক অনুদান, অসহায় মানুষদের গৃহ সংস্কার ও গৃহ নির্মাণ, পুল-কালভার্ট নির্মাণ, মসজিদ, স্কুল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টিউবওয়েল স্থাপন, বিভিন্ন মসজিদে পানির ট্যাপ স্থাপন, বন্যা দূর্গতদের ত্রাণ সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রমের কারণে জনমনে জায়গা করে নিয়েছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি এম সাইদুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা মানবতার তরে কাজ করছি। নতুন কমিটিতে আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় সংগঠনের সবার প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমাদেরকে যারা অনুদান দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন সংগঠনের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ইনশা আল্লাহ নতুন কমিটির মাধ্যমে আমরা আমাদের ধারাবাহিক কার্যক্রম আরেও ভালোভাবে চালিয়ে যাবো।”


আরও পড়ুন